ভ্রাম্যমাণ দোকানে নিষেধাজ্ঞা

ভর্তি পরীক্ষায় উচ্চমূল্য নিয়ন্ত্রণে কঠোর জাবি প্রশাসন

জাবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৮:১৯ পিএম
ভর্তি পরীক্ষায় উচ্চমূল্য নিয়ন্ত্রণে কঠোর জাবি প্রশাসন

প্রতিবছর ভ্রাম্যমাণ দোকানের বিড়ম্বনা ও দ্রব্যের উচ্চমূল্যে দিশেহারা হয় ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীরা। কিন্তু এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে শৃঙ্খলা রক্ষার্থে যেকোনো ধরনের বাণিজ্যিক ভ্রাম্যমাণ দোকান স্থাপনে নিষেধাজ্ঞা ও দ্রব্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছে জাবি প্রশাসন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।

প্রক্টর বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে খাবারের দোকান কিংবা অন্য যেকোনো ধরনের দোকান স্থাপন, আগত পরীক্ষার্থীদের কাছে যেকোনো ধরনের শিট বিক্রি ও টাকার বিনিময়ে মোবাইল কিংবা ব্যাগ রাখা নিষিদ্ধ করা করা হয়েছে। যদি কেউ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১৫০ জন পুলিশ মোতায়েন থাকবে। রাতে ক্যাম্পাসে ছিনতাই বা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মীর মশাররফ হোসেন হল, বোটানিক্যাল গার্ডেন, প্রান্তিক গেইট ও বিশমাইল গেইটসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে পুলিশ, আনসার ও বিশ্ববিদ্যালয়ের গার্ড সদস্য টহল দিবেন। এছাড়া সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম ও অসংগতি দেখা গেলে মোবাইলকোর্ট স্থাপন করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে হাইওয়ে পুলিশ মোতায়েন থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটারিয়াসহ ক্যাম্পাসের বিভিন্ন দোকানে উচ্চমূল্য গ্ৰহণের ব্যাপারে তিনি বলেন, কাফেটেরিয়া ও ক্যাম্পাসের বটতলাসহ অন্যান্য সকল স্থানের দোকানগুলোতে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দাম নেওয়া হলে কঠোর ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে। জরিমানা করাসহ প্রয়োজনে দোকানের বরাদ্দ বাতিল করা হবে।

এছাড়াও তিনি জানিয়েছেন, ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, পদার্থবিজ্ঞান বিভাগের দক্ষিণ পাশের মোড়, চৌরঙ্গি ও স্কুল এন্ড কলেজের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন করবেন এবং সেখানে সুপেয় পানির ব্যবস্থা থাকবে।

গাড়ি পার্কিং, প্রবেশ ও প্রস্থানের ব্যাপারে তিনি বলেন, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো ধরনের গাড়ি বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেইট দিয়ে ঢুকে স্কুল এন্ড কলেজের মাঠে পার্কিং করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বৈধ স্টিকারযুক্ত গাড়িগুলো মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেইট দিয়ে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, আগামীকাল ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডি ইউনিটের নারীর শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ।

এ বছর ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতিটি আসনে লড়বেন ১৪৫ শিক্ষার্থী।

ইএইচ