ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের যে কোন অনুষ্ঠান পালনের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকাল ৪টার মধ্যে অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ক্যাম্পাসের মধ্যে যে কোনো অনুষ্ঠানের অনুমতির জন্য ছাত্র-উপদেষ্টা বা প্রক্টর বরাবর আবেদন করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে এমন কেউ অংশ গ্রহণ করবেনা মর্মে নিশ্চয়তা প্রদান করতে হবে।
এছাড়াও অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে, বিকাল ৪ (চার) ঘটিকার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে, এ নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী বলেন, সারাদিন ক্লাস পরীক্ষা শেষে বিকাল চারটার পরেই আমরা সময় পাই বিভিন্ন প্রোগ্রাম করার এই সময়টাও যদি প্রশাসন আমাদের বেধে দেয় তাহলে হয়তো ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কৃতি চর্চা আবদ্ধ হয়ে যাবে। আমরা চাই অচিরেই এই সিদ্ধান্তের পরিবর্তন আসুক।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, প্রশাসনের এমন অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় কেন এত লিমিটেশন থাকবে। আমরা যেকোনো অনুষ্ঠান করি পড়াশোনার পাশাপাশি রিফ্রেশমেন্ট এর জন্য সেখানে এমন ধরা বাধা সিস্টেম আমি মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বড় একটি বাধা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এমন ধরাবাঁধা নিয়মনীতির কোন কারণ আছে বলে ব্যক্তিগত ভাবে আমার মনে হয়না। এখানে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক কাজের বাইরে অ্যাকাডেমিক সময়ের পর অনুষ্ঠানের আয়োজন করবে এটাই স্বাভাবিক। আমি এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলবো আশাকরি শীঘ্রই এই সিদ্ধান্তের পরিমার্জন হবে।
প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে ছাত্র উপদেষ্টা এবং প্রক্টোরিয়াল বডির সমন্বয়ে। যেহেতু আমরা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত গুলো নিয়েছি সুতরাং তাদের যদি এই বিষয়ে আপত্তি থাকে তবে এই সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ আছে।
আরএস