জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দূর দুরন্ত থেকে আসা শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা প্রদান করছে রোটার্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি।
বুধবার(১২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষার অন্যতম ব্যস্ত পয়েন্ট বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সামনে ইনফরমেশন বুথ স্থাপন করেছে তারা। সেখানে তাদেরকে আগত শিক্ষার্থীদেরকে বিভিন্ন তথ্য সহায়তা, বিনামূল্যে ব্যাগ, মোবাইল,বই সংরক্ষণ, সুপেয় পানির ব্যবস্থা ও বিভিন্ন দিকনির্দেশনা দিতে দেখা যায়। দূর দুরন্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভরসাস্থল হয়ে উঠেছে রোটার্যাক্ট ক্লাব। রোটার্যাক্ট ক্লাব শুরু থেকে নিয়মিতই ভর্তিচ্ছুদের সহায়তায় এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পরীক্ষার শেষ দিন পর্যন্ত চালিয়ে যাবে বলে জানা যায়।
রোটার্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি`র সভাপতি রোট্যার্যাক্ট রাকিব হোসাইন বলেন, রোটার্যাক্ট ক্লাব প্রতিবছরই শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বরাবরের ন্যায় এবারো আমরা আমাদের সর্বোচ্চ সমার্থনুযায়ি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে তথ্য সহায়তা প্রদান, সুপেয় পানির ব্যবস্থা, বিনামূল্যে ব্যাগ ও মোবাইল সংরক্ষণ এবং বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সহায়তা করছি। আমরা ভর্তি পরীক্ষার শুরু থেকেই আমাদের কার্যক্রম শুরু করেছি এবং শেষদিন পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
বিআরইউ