যবিপ্রবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

যবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৫:১৯ পিএম
যবিপ্রবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা অধ্যাপক ড. এ এফ এম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।

তিনি স্বৈরাচারের দোসর সাবেক সচিব ড. নাজমানারার স্বামী।

মঙ্গলবার রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন। আগামী ২৪ ঘণ্টা এ কর্মসূচি চলমান থাকবে।

জানা যায়, ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিলেন ড. এ এফ এম সাইফুল ইসলামের স্ত্রী মোছাম্মৎ নাজমানারা খানুম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা এবং ক্রপ বোটানি অ্যান্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম সাইফুল ইসলামকে যবিপ্রবির প্রো-ভিসি বানানোর চেষ্টার সংবাদ বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরে শিক্ষার্থীরা এর প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।

কর্মসূচির সংক্ষিপ্ত বক্তব্যে যবিপ্রবির গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সুমন আলী বলেন, তাকে প্রো-ভিসি বানানো হলে জুলাই বিপ্লবের দুই হাজার শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। আমরা এটা মেনে নেব না। শিক্ষার্থীদের এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে তিনি বুঝতে পারেন যে শিক্ষার্থীরা কোনো স্বৈরাচারের দোসরকে চায় না।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, সারা দেশে যখন ‍‍`ডেভিল হান্ট‍‍` চলছে, তখন আমরা কোনো ‍‍`ডেভিল‍‍` কে যবিপ্রবিতে পুনর্বাসন হতে দেব না। সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি, যাতে সবাই এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে। অন্যথায়, ‍‍`ডেভিল‍‍`রা যবিপ্রবিতে পুনর্বাসিত হবে।

স্বৈরাচারের দোষরকে নিয়োগের তোড়জোড়ের বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য বলেন, ২৪ এর ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং স্বৈরাচারের দোসর কাউকে প্রো-ভিসি বানানো একদমই ঠিক হবে না৷ শিক্ষার্থীরা ইতোমধ্যে আন্দোলন শুরু করেছে যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করবে।

উল্লেখ্য, আওয়ামী শাসনামলে ২০১২ সালে স্ত্রী ড. নাজমানারা খানুমের লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ড. সাইফুল। তিনি সিকৃবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা ছিলেন। আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল থেকে দুইবার সিকৃবির সিন্ডিকেট সদস্য (২০১৪-১৬ ও ২০২২-২৪ সাল) নির্বাচিত হন তিনি।

এছাড়াও, ২০১৫-২০১৭ সালে কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন ড. সাইফুল।

ইএইচ