পবিপ্রবিতে ইউনিসেফ ইয়ুথ অ্যাডভোকেসি ক্যাসকেড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১১:৪২ এএম
পবিপ্রবিতে ইউনিসেফ ইয়ুথ অ্যাডভোকেসি ক্যাসকেড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী মো. মনোয়ার হোসেন মুন্নার নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিসেফের পৃষ্ঠপোষকতায় প্রথম ধাপে গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর এবং দ্বিতীয় ধাপে ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়াইএজি ক্যাসকেড ট্রেনিং সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২-৬ সেপ্টেম্বর নেপালের কাঠমন্ডু শহরে ইউনিসেফ রিজিওনাল অফিস অফ সাউথ এশিয়া (ROSA) কর্তৃক অনুষ্ঠিত হয় ইয়ুথ চ্যাম্পিয়ন ট্রেনিং প্রোগ্রাম।  যার প্রতিপাদ্য মূলবিষয় ছিল "ইয়ুথ অ্যাডভোকেসি চ্যাম্পিয়ন প্রশিক্ষণ: দক্ষিণ এশিয়ায় তরুণদের নেতৃত্বাধীন অ্যাডভোকেসিকে শক্তিশালী করা এবং সমর্থন করা।" এরই পরিপ্রেক্ষিতে সেশন পরিচালনাকারী মনোয়ার হোসেন মুন্নার নেপালের কাঠমন্ডু শহর থেকে লব্ধ জ্ঞান তিনি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: মনোয়ার হোসেন মুন্না সমগ্র সেশন পরিচালনা করেন। দুই ধাপে ৫০ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষমতা তৈরিই ছিল প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য।

মূলত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে টাস্ক, ওয়ার্কশপ ও বিভিন্ন ধরনের দলীয় কাজ দেয়া হয় যার মাধ্যমে তারা সামাজিক বাধা গুলো থেকে উত্তরণের পথ খুঁজে বের করে এবং নিজেদের অভিজ্ঞতা থেকে সমস্যা চিহ্নিত করে। অংশগ্রহণকারীদের মধ্যে সুচি দাস বলেন, "এই ধরনের কর্মশালা মুক্তবুদ্ধি চর্চা ও সামাজিকীকরণে সহায়ক। আয়োজকদের অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে পবিপ্রবিতে আরও অনেক গঠনমূলক কর্মশালা অনুষ্ঠিত হবে বলে আশা রাখি।"

সবশেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া প্রোগ্রাম তত্ত্বাবধায়নে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস উদ্দিন, অনির্বাণ সাহা ও অর্ণব সমাদ্দার।

বিআরইউ