জুলাই আন্দোলনের ৬ মাস পেরুলেও এখন পর্যন্ত বিচার হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের। অন্যদিকে ববি উপাচার্য শুচিতা শরমিনের নির্দেশনায় আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন বিরোধী আন্দোলনের আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ববি প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি রুমের দরজা ভেঙে ছাত্রলীগ কর্মীরা পতিত ছাত্রলীগের দোসর ও ছাত্রলীগ নেতা শাহরিয়ার সান কে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে কোন প্রকার মামলা বা অভিযোগ করেনি এখন পর্যন্ত।
পক্ষান্তরে গত ১৪ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য আওয়ামী ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামকে পুনরায় রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সিন্ডিকেট সভা ডাকেন। ২৪ এর বিপ্লবী শিক্ষার্থীরা আওয়ামী পুনর্বাসনের এই সিন্ডিকেট সভা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়ে উপাচারদের বাসভবনে আন্দোলন করে। উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলনকে তোয়াক্কা না করেই সিন্ডিকেট মিটিং চালিয়ে যায়।
এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উপাচার্যের বাসভবনের ভিতরে প্রবেশ করে বিক্ষোভ করে। সেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিরুদ্ধে ববি উপাচার্য শুচিতা শরমিনের নির্দেশে মামলা করার জন্য অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন।
এদিকে জুলাই`২৪ বিপ্লব চলাকালীন ২৯ জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার বিচারও এখনো নিশ্চিত করেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার ফলশ্রুতিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো বুক ফুলিয়ে চলাচল করছে এবং ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ রয়েছে। তার দপ্তরে পিএস হিসেবে সংযুক্ত মিজানুর রহমান পতিত আওয়ামী স্বৈরাচারের দোসর।
গত সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ নির্বাচন কমিটির সদস্য ছিলেন বর্তমান উপাচার্যের পিএস মিজানুর রহমান। এছাড়াও তার দপ্তরের প্রটোকল অফিসার জাহাঙ্গীর হোসেন রাহাতের বিরুদ্ধে শেখ হেলালের পরিবারের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই সকল আওয়ামী দোসরদের কাছে টেনে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শারমিন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন বলেন, উপাচার্যের নির্দেশে গতকাল রাতে বন্দর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনের নামে গত ১৪ই ফেব্রুয়ারি উপাচার্যের বাসভবনের গেট ভাঙচুরের অভিযোগে একটি অভিযোগ দায়ের করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমি (সানোয়ার পারভেজ লিটন) বাদী হয়ে অভিযোগটি করি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.রফিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, অভিযোগ বা মামলার বিষয়ে আমি কিছুই জানিনা। আপনার থেকেই বিষয়টি শুনলাম।
বিআরইউ