জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার উদ্যোগে `শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫` অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের পোগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের দুটি লক্ষ্য রয়েছে। প্রথমত, জুলাই বিপ্লবে শহীদ সাজিদকে স্মরণ করা। দ্বিতীয়ত, খেলার মাধ্যমে ভ্রাতৃত্ব গড়ে তোলা। আমরা চাই, রাজনীতি সাধারণের জন্য হোক এবং সেটা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রকাশ পাবে। এ ধরনের মানবিক রাজনীতি প্রতিটি ক্যাম্পাসে ছড়িয়ে দিতে চাই।’
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক রিদওয়ান উল্লাহ খান এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ রাইসুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ জবি শাখার নেতাকর্মীদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন, ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ, জবি ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন এবং জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফসহ বিভিন্ন নেতাকর্মী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ইএইচ