রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলায় স্লেজিং (কটুকথা) করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে গণিত বিভাগের এক শিক্ষকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের গণিত বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষক-শিক্ষার্থী সবাই গণিত বিভাগের। আহত শিক্ষক অধ্যাপক জাকির হোসেন মাথায় আঘাত পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আহত শিক্ষার্থীরা হলেন শহীদ আখতার, মানিক বাবু, সাইদ সিয়াম, মনির আহমেদ, আলী আহসান, সানাউল্লাহ, হাসিব মেজবাহ, অর্ণব, আল আরাফ, সাব্বির, লিখন, নাঈম, মুহিত প্রমুখ। এদের মধ্যে শহীদ, মানিক, সাইদ, মনির, আরাফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কোনো শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র ও সরেজমিন দেখা যায়, আজ দুপুরে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যানেজমেন্ট স্টাডিজ ও গণিত বিভাগের খেলা হয়। খেলায় গণিত বিভাগ তিন রানে জয়ী হয়। স্টেডিয়ামে উভয়পক্ষের সমর্থকেরা পাশাপাশি অবস্থান নেয়। খেলা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়াম ত্যাগ করার সময় স্লেজিং করা নিয়ে গণিত বিভাগের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। পরে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের বাইরে থেকে গণিত বিভাগের সমর্থকের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তারা স্টেডিয়ামের উত্তর পাশের গেট ভেঙে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে দুই বিভাগের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিলে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা লাঠি-সোঁটা নিয়ে গণিত বিভাগের সমর্থকদের ওপর হামলা করেন। এতে গণিত বিভাগের অধ্যাপক জাকির হোসেনসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এবিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক শেখ শামসুল আরেফিন বলেন, "আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি শুনেছি প্রথমে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এতে আমাদের ঠিক কতজন আহত হয়েছে, আমি জানি না। তবে ৩/৪ জন নারী শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনেছি।"
গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আসাবুল হক বলেন, "আমি মাঠে থেকেই খেলা উপভোগ করেছি। পুরো খেলা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু খেলা শেষে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে আমাদের এক শিক্ষকসহ প্রায় ২০ জন আহত হয়েছে।"
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, "ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামের মধ্যে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিল। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়া হয়। এতে ৭-৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। এ ধরনের খেলায় দুই গ্রুপের শিক্ষক থাকার কথা। কিন্তু খেলায় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকদের পর্যাপ্ত উপস্থিতি ছিল না।"
ইএইচ