বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসমেত একটি প্রতিনিধিদল প্রভাতফেরীতে অংশগ্রহণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ পল্লবী, মিরপুর-১২ এর অস্থায়ী ক্যাম্পাসে ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ের উপর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৫২ সালের ভাষা শহিদদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেইসাথে তিনি জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শিক্ষার্থী, শিশু ও অন্যান্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে এবং বাংলা ভাষা রক্ষা, দেশ-বিদেশে প্রসার ও চিরঞ্জিবতা প্রদানে সকলকে সচেষ্ট হওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব কর্তৃক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সবশেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা, বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
বিআরইউ