উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের খবরটি গুজব

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৯:৩১ পিএম
উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের খবরটি গুজব

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগের খবরটি গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মামুন অর রশিদ।

রোববার সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। পরে এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, তথ্য উপদেষ্টা আমাকে জানিয়েছেন তিনি পদত্যাগ করেননি। তার পদত্যাগের খবরটি গুজব।

অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম।

আরএস