ভর্তিচ্ছুদের সহায়তায় জবির বিভিন্ন ছাত্র সংগঠন

জবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৫:৫৯ পিএম
ভর্তিচ্ছুদের সহায়তায় জবির বিভিন্ন ছাত্র সংগঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নানামুখী সেবা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অঞ্চলভিত্তিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন। শুক্রবার দিনব্যাপী এসব সেবা দেয় সংগঠনগুলো।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বাইরে বাঁশের প্যান্ডেল দিয়ে সারিবদ্ধভাবে তথ্য কেন্দ্র ও হেল্প ডেস্ক তৈরি করেছে শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ জেলা কল্যাণ সংগঠনগুলো। শিক্ষার্থীদেরকে বিভিন্ন পরীক্ষা সামগ্রী, পানি সরবরাহের পাশাপাশি তাদের মোবাইল ফোন, ব্যাগ ও মূল্যবান সামগ্রী সংরক্ষণের জন্য টোকেন ভিত্তিক ব্যবস্থা রাখা হয়।

এছাড়া পরীক্ষা কেন্দ্রে বিএনসিসি, রোভার ও রেঞ্জার ইউনিটের সদস্যরা শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, সিট খুঁজে দেওয়া, শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে নানামুখী সেবায় নিয়োজিত ছিলেন।

ঝিনাইদহ জেলা কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ বলেন, ভর্তি পরীক্ষার সময় জেলা সংগঠনগুলো শিক্ষার্থীদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। সামনেও আমাদের এ ধারা চলমান থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাকিব বলেন, শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। শিক্ষার্থীদের আবাসন সুবিধা থেকে শুরু করে কলম, পানি, ফাইল, খাবার সবরকম সুবিধা দিয়ে এসেছি। আজও সকাল থেকে আমাদের কার্যক্রম চলমান। পরীক্ষার শেষ সময় পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, আজ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আমরা চারটি বুথ বসিয়েছি। সবগুলোতেই আলাদা আলাদাভাবে শিক্ষার্থীদের সেবা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য কলম, স্কেল, ফাইল থেকে শুরু করে খাবার পানি সবকিছুই সরবরাহ করছি আমরা। পরবর্তীতে এর থেকে আরো উন্নতমানের সেবা প্রদান করার পরিকল্পনা আছে আমাদের।

জবি বিএনসিসির সার্জেন্ট তৌফিক হোসেন বলেন, আমাদের কাজ সবাইকে সেবা দেয়া। পরীক্ষা যেদিন থেকে শুরু হয়েছে, তখন থেকে আমরা তাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে সেবা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত।

ইএইচ