ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১০:২২ পিএম
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাবিতে মশাল মিছিল

নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ঢাকায় মশাল মিছিল করেছে ধর্ষণবিরোধী মঞ্চ।

রোববার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, ধর্ষণের বিচার নিয়ে প্রতিশ্রুতি নয়, দ্রুততম সময়ে কার্যকর শাস্তি চান তারা। শিক্ষার্থীদের দাবির মধ্যে অন্যতম ছিল ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়াকে দ্রুততর করা।

সমাবেশে নারী শিক্ষার্থীরা বলেন, "নারী হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের দেখুন। আমরা নিরাপত্তা চাই, ভয়মুক্ত জীবন চাই। ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে, যা দেখে অন্য কেউ এই অপরাধ করতে সাহস না পায়। যতদিন না এর বিচার হবে, আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানাব।"

সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা স্পষ্টভাবে বলেন, "শুধু আশ্বাস নয়, ধর্ষকদের শাস্তি কার্যকর দেখতে চাই।"

ইএইচ