ধর্ষকদের শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভে ফের উত্তাল বরিশাল

বরিশাল ব্যুরো প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০১:৩৩ পিএম
ধর্ষকদের শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভে ফের উত্তাল বরিশাল

সারাদেশে চলমান ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা ও ন্যায় বিচার এবং সকল ধর্ষকদের মৃত্যুদণ্ডের আওতায় আনার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে ফের উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরী।

রোববার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলা থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোর থেকে শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে আবার গ্রাউন্ডফ্লোরে এসে মিছিল শেষ করেন।

এর আগে, একই দাবিতে রাত ১০টায় বরিশাল সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল করেন। মিছিলটি বিএম কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত চলে যায়। পরে মশাল মিছিল শেষে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঘন্টার ব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ধর্ষণ বিরোধী মঞ্চের নেতৃবৃন্দরা বিক্ষোভ সমাবেশ করেন। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিলে বরিশালের বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনগতভাবে থাকলেও, বাস্তবে এর কার্যকর প্রয়োগ খুবই কম। নারীদের জন্য অতিরিক্ত আইন থাকার ধারণাটি মিথ্যা, কারণ নারীরা এখনও ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছেন এবং ধর্ষকদের যথাযথ শাস্তি হচ্ছে না।

২০২০ সালের আলোচিত ধর্ষণ মামলায় পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতন ও যৌনাঙ্গ কেটে ধর্ষণের মতো গুরুতর অপরাধের আসামি জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তারা বলেন, বাংলাদেশে ধর্ষণের শাস্তি শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও কার্যকর করতে হবে এবং প্রতিটি ধর্ষণের ঘটনায় উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।

ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা জানান, দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। তারা আছিয়া নামের ধর্ষণের শিকার নারীর ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এছাড়া তারা হুশিয়ারি দিয়ে বলেন, ধর্ষকদের বিচার না করা হলে, শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামবেন।

তবে বিক্ষোভ চলাকালীন সময় ঢাকা-বরিশাল মহাসড়কে সকল ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল।

ইএইচ