আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১২:১১ পিএম
আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ

নতুন করে দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়েছে।

এ তিনটি বিদ্যালয় হলো চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় এবং রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়।

সরকারি ঘোষণার পর, এই বিদ্যালয়গুলো যথাক্রমে ‍‍`আমিন জুট মিলস সরকারি উচ্চবিদ্যালয়‍‍`, ‍‍`ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়‍‍` এবং ‍‍`রাজশাহী সরকারি পাটকল উচ্চবিদ্যালয়‍‍` নামে পরিচিত হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে, তবে তাদের চাকরি বদলযোগ্য হবে না।

ইএইচ