ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ছেলেদের ক্রিকেট মাঠে এবং মেয়েদের খালেদা জিয়া হলের সামনে ইফতার বিতরণ করে সংগঠনটি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. রাশেদুজ্জামানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।

এছাড়া অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ইবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সৌরভ, উল্লাস, মুক্তাদির, সাক্ষরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সভাপতি শাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো, আছে থাকবে ইনশাল্লাহ।
শিক্ষার্থীদেরকে ঘিরেই আমাদের কার্যক্রম। পূর্বের স্বৈরাচার সরকারের কারণে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক কার্যক্রম করতে পারতাম না। পরিস্থিতি পরিবর্তন হওয়ায় আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম সুন্দরভাবে করতে পারছি। সকলে পাশে থেকে আমাদের পরামর্শ দিলে ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ চালিয়ে যেতে পারবো।
উপ-উপাচার্য অধ্যাপক ড.এম ইয়াকুব আলী বলেন, বাংলাদেশে এতো নেতাকর্মী অন্য কোন সংগঠনে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খড়কুটো নয় যে বাতাসে উড়ে যাবে বা বৃষ্টিতে ভিজে যাবে কেউ ছাত্রদলকে দাবায়ে রাখতে পারবে না। আগামীর বাংলাদেশ গড়ার জন্য ছাত্রদলের এমন ভালো ভালো পদক্ষেপকে আমি সাধুবাদ জানায়।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইবি ছাত্রদলে আজকের এই ইফতার মাহফিল ও আয়োজদের সাধুবাদ জানাই। ছাত্রদল আগামীতেও সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলে মিশে এমন ভালো ভালো কাজ করুক এমনটাই প্রত্যাশা করছি।
আরএস