জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৪:৩৬ পিএম
জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী শাহেদ আনান সজীব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদুল ইসলাম সবুজ।

সোমবার সংগঠনের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা দেয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি আনজুম শাহরিয়ার, আলিফা রেশমী ও ফারজানা স্মৃতি।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সালমান মুন্সী, রেহানা নাসরিন রেখা ও বলরাম চন্দ্র।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ হেলাল কাফি, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রধান, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ, প্রচার সম্পাদক শুভ রায় ইমন, সাংস্কৃতিক সম্পাদক সবুজ রায়, ছাত্রকল্যাণ সম্পাদক ইমন শাহ এবং আইন বিষয়ক সম্পাদক আইরিন নাহার।

নবনির্বাচিত সভাপতি শাহেদ আনান সজীব বলেন, ‘পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘ পঞ্চগড় থেকে আগত শিক্ষার্থীদের জন্য একটি বন্ধন সৃষ্টি করেছে। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সংগঠনকে আরও গতিশীল করা।’

তিনি আরও বলেন, ‘এই কমিটির প্রতিটি সদস্য সংগঠনের মূলনীতি ও আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সম্মিলিতভাবে কাজ করে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবো। আমি আশাবাদী, আমাদের সম্মিলিত প্রচেষ্টা সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

ইএইচ