ঈদের ছুটির উচ্ছ্বাস: ঘরে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৩:০০ পিএম
ঈদের ছুটির উচ্ছ্বাস: ঘরে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অবশেষে প্রতীক্ষার অবসান! রমজান শেষে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে টানা ১৪ দিনের ছুটি। 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রমজান-২০২৫ এর শেষ ক্লাস।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। একই সময় বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহও বন্ধ থাকবে, তবে জরুরি সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ-উল-ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর এবং জুমাতুল বিদা উপলক্ষ্যে এ দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে ছুটি ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসের আনাচে-কানাচে ব্যাগ গোছানোর ব্যস্ততা, বন্ধুদের সঙ্গে শেষ মুহূর্তের আড্ডা আর ঘরে ফেরার আনন্দে মুখর পরিবেশ তৈরি হয়েছে। ছুটির আগের দিন হওয়ায় ক্যাম্পাসের ডরমিটরি ও হলগুলোতেও একই চিত্র—সবাই বাড়ি ফেরার প্রস্তুতিতে ব্যস্ত।

এবারের ঈদের ছুটি শুধু আনন্দের বার্তাই নয়, বরং পরিবার-পরিজনের সঙ্গে কাটানোর জন্য এক দারুণ সুযোগ। শিক্ষার্থীরা এখন উৎসাহভরে বাড়ির পথে রওনা হতে প্রস্তুত!

বিআরইউ