জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স

জবি প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৫:২০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স

আগামী জুলাই মাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। এ লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম (পিএইচডি) এর উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই ও জবি রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ড. ইয়ং হুই বলেন, ‘চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে চীনা ভাষা শিক্ষার উদ্যোগ নিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে।’

চীনা ভাষা কোর্স বাস্তবায়নের কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, ‘বর্তমানে চীন ও বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক যেভাবে এগোচ্ছে, তাতে চীনা ভাষা শিক্ষা সময়োপযোগী এবং কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।’

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে জবির দ্বিতীয় ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর। 

এতে আরও উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট ও বিভাগের পরিচালক ও চেয়ারম্যানগণ, ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু, মি. রাও জিহাওসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিআরইউ