বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকর্মীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভোলা রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে অন্যতম টিকলি শরীফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গত জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অন্যতম অভিযুক্ত। অন্য দু’জন—মামুন হোসেন ও তরিকুল শেখ—একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ছাত্রদল নেতাকর্মীরা খবর পান, টিকলি শরীফসহ কয়েকজন ক্যাম্পাস সংলগ্ন একটি দোকানে গোপন বৈঠক করছেন। পরে তাদের ঘিরে ফেলে প্রশাসনকে অবহিত করা হয়। রাত ৯টার দিকে প্রক্টরের উপস্থিতিতে বন্দর থানা পুলিশ এসে তিনজনকে থানায় নিয়ে যায়।
ববি ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম বলেন, গোপন বৈঠকের খবরে গিয়ে তাদের আটক করি এবং প্রশাসনের মাধ্যমে পুলিশে হস্তান্তর করি।
আরেক ছাত্রদল নেতা মোশাররফ হোসেন বলেন, জুলাই হামলার ঘটনায় অভিযুক্ত টিকলিকে বহিষ্কার না করে বরং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আজকের ঘটনায়ও প্রক্টরের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আটক তিনজনকে থানায় আনা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি ফোন রিসিভ করেননি।
বিআরইউ