জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন ফার্মাসিস্টদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার। সেমিনারে বাংলাদেশ ও বিশ্বের ফার্মা মার্কেট, ওষুধের পেটেন্ট, ফার্মেসি শিক্ষার উন্নয়ন, গবেষণার প্রসার এবং দেশবিদেশে উচ্চতর পড়াশোনা ও পেশাগত সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
বুধবার এডভান্সিং ফার্মাসি ইন বাংলাদেশ এন্ড দ্যা ইউএসএ: ক্যারিয়ার ইন রিসার্চ এন্ড ফার্মাসিটিউক্যাল ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের গবেষণা ও তাদের ক্যারিয়ার গঠনে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন ফার্মাসিস্টদের স্কিল ডেভেলপমেন্ট করে শুধু বাংলাদেশেই নয় পুরো পৃথিবীতে সফলতার বিচরণ করতে হবে।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।
এছাড়াও সেমিনারে ফার্মাসিস্টদের বহুমুখী ক্যারিয়ার ও গবেষণা নিয়ে তথ্যবহুল বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশন কলেজ অব ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম. ফয়সাল হোসাইন, দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল পিএলসি এর মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান এবং এরিস্টোফার্মা লিমিটেডের এজিএম মো. তাসলিম আরিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস, অধ্যাপক ড. সাইদুর রহমান, ড. মনির হোসাইন, ড. রাজিয়া সুলতানা, অনিতা রানী চৌধুরী, দীপঙ্কর কুমার শীল, সায়েদা জাহান ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
ইএইচ