তদন্ত কমিটি গঠন

জাবির প্রাণিবিদ্যা বিভাগে ফলাফল জালিয়াতির অভিযোগ

জাবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৭:০৪ পিএম
জাবির প্রাণিবিদ্যা বিভাগে ফলাফল জালিয়াতির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগে ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিভাগের দুই শিক্ষার্থী গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্ত কমিটি গঠনের আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে উল্লেখিত কোর্সটির দ্বিতীয় ও তৃতীয় নিরীক্ষক ছিলেন বিভাগেরই দুই শিক্ষক—অধ্যাপক ড. কামরুল হাসান ও প্রভাষক অশীষ কুমার দত্ত।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ১৪ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। সদস্য হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিস্টেম অ্যানালিস্ট জনাব রেশাদ বিন কিবরীয়া।

কমিটিকে আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইএইচ