বেরোবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

বেরোবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৯:০৬ পিএম
বেরোবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবন রেজাল্ট টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ ওঠায় পরীক্ষার নিয়ন্ত্রক পদ থেকে পদত্যাগ করেছেন।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ড. তানজিউল ইসলাম বলেন, "আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি প্রশাসনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। যাতে তদন্ত কার্যক্রম প্রশ্নবিদ্ধ না হয়।"

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্রী ড. তানজিউল ইসলামের বিরুদ্ধে রেজাল্ট টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। বিষয়টি তদন্তে প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি (তানজিউল ইসলাম) পরীক্ষার নিয়ন্ত্রক পদ থেকে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সাবেক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র উপাচার্য ও রেজিস্ট্রারের ইমেইলে জমা দেন।

ইএইচ