জবির সেন্ট্রাল লাইব্রেরিতে শাখা ছাত্রদলের বুকশেলফ প্রদান

জবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৭:২১ পিএম
জবির সেন্ট্রাল লাইব্রেরিতে শাখা ছাত্রদলের বুকশেলফ প্রদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সেন্ট্রাল লাইব্রেরিতে দুটি নতুন বুকশেলফ প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

রোববার বিকাল ৪টায় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এই বুকশেলফ দুটি প্রদান করেন।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "শিক্ষার পরিবেশ উন্নত করতে ও পাঠাভ্যাস বৃদ্ধিতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। শিক্ষার্থীদের প্রয়োজনে ভবিষ্যতেও আমরা প্রয়োজনীয় শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করবো।"

বুকশেলফ প্রদানের সময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, কাজী রফিক, ওয়াহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, তারা বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য বুকশেলফ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তারা দুটি বুকশেলফ হস্তান্তর করেন। এছাড়া তারা প্রতিশ্রুতি অনুযায়ী পত্রিকা সরবরাহ অব্যাহত রেখেছেন।

ইএইচ