ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের শাটডাউন, প্রধান ফটকে তালা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৫:২০ পিএম
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের শাটডাউন, প্রধান ফটকে তালা

ছয় দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মাসকান্দা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করেন এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা থেকেই শিক্ষার্থীরা ইনস্টিটিউটের ভেতরে জড়ো হয়ে ৬ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ফলে পুরো প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়ে।

আন্দোলনকারী শিক্ষার্থী ও কেন্দ্রীয় আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. রেদোয়ান উজ জামান বলেন, ‘৬ দফা দাবির প্রেক্ষিতে গঠিত সংস্কার কমিটি চূড়ান্ত রূপরেখা প্রকাশ না করা পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে।’

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শওকত হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পুরো ইনস্টিটিউটে অচলাবস্থা তৈরি হয়েছে। বিষয়টির দ্রুত সমাধান এখন জরুরি।’

বিআরইউ