মালয়েশিয়ায় নারীদের অনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি ক্যাপ্টেন গ্রেপ্তার

আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৭:০৯ পিএম
মালয়েশিয়ায় নারীদের অনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি ক্যাপ্টেন গ্রেপ্তার

মালশিয়ার ক্লাংয়ে দেশটির অভিবাসন বিভাগের অভিযানে সাত ভিয়েতনামী নারীকে উদ্ধার করা হয়েছে।

তাদেরকে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ রয়েছে এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে।

ইমিগ্রেশনের বিবৃতি অনুযায়ী জানা যায়, অভিযানে ৩২ থেকে ৪৫ বছর বয়সী নারীকে উদ্ধার করা হয়।

অভিযোগের তথ্যের ভিত্তিতে সাত মহিলাকে প্রাঙ্গণে আটকে রাখা হয় এবং গ্রাহকদের পরিষেবা দিতে অস্বীকার করলে তাদের মারধর করা হয়।

ইমিগ্রেশনের মতে, সমস্ত মহিলা পর্যটক হিসাবে দেশটিতে প্রবেশ করেছিল কিন্তু দেশটিতে যৌনকর্মী হিসাবে জোরপূর্বক শোষণ করা হয় তাদের। প্রাঙ্গণটি কঠোরভাবে কথিত বাংলাদেশি ‘ক্যাপ্টেন’ দ্বারা নিয়ন্ত্রিত হয় যারা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করতো।

ইএইচ