মালয়েশিয়ায় প্রবাসীর অ্যাওয়ার্ড পেলেন শিল্পপতি দাতো মিজান

আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:২৯ পিএম
মালয়েশিয়ায় প্রবাসীর অ্যাওয়ার্ড পেলেন শিল্পপতি দাতো মিজান

‘প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া।

অনুষ্ঠানে বিজনেস ক্যাটাগরিতে ‘কৃতি প্রবাসী’ সম্মাননা পেয়েছেন ঠাকুরগাঁও প্রবাসী দাতো মিজান গ্র্যান্ড।

আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং প্রবাসী দিবস উপলক্ষ্যে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন সফল প্রবাসী, ৩টি প্রতিষ্ঠান এবং ৩ ক্যাটাগরিতে ৯ জন সেরা রেমিট্যান্স প্রেরণকারীকে হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত  দাতো মিজান বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার সদর থানার রহিমানপুর ইউপির হরিহরপুর গ্রামের বাসিন্দা মরহুম ইসমাইল হোসেনের সন্তান।

১১ ভাই বোনের মধ্যে মিজান ৫ম। কৃষক পিতার টানাপোড়েনের সংসার থেকে তিনি জীবিকার তাগিদে ১৯৯৬ সালে সাধারণ নির্মাণ শ্রমিক হিসেবে শূন্য হাতে মালয়েশিয়ায় পাড়ি জমান। বিশ্রাম ছাড়া দিনরাত কঠোর পরিশ্রম করার কারণে মালিকের নজড়ে আসেন মিজান।  তারপর থেকে আর পিছনে ফিরে তাকাকে হয়নি। শুধু মাত্র কঠোর পরিশ্রম করে এখন মালয়েশিয়াতে প্রায় এক ডজনেরও বেশি কোম্পানির মালিক।  রয়েছে ক্ষুদ্র ও ভারী শিল্প প্রতিষ্ঠান ও খামার। এসব প্রতিষ্ঠানে কয়েক হাজার বাংলাদেশি কর্মরত আছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

অনুষ্ঠানের মূল আলোচনায় বক্তব্য দেন- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আই ও এম), মালয়েশিয়ার চিফ অফ মিশন হেবা আব্দেল লতিফ, হাইকমিশনের কাউন্সিলের (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, মালয়েশিয়ায় সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন, মালয়েশিয়ায় কর্মী নিয়োগকারীদের প্রতিনিধি দাতো ফু ইয়াং হুইসহ আরও অনেকে।

ইএইচ