মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বড় বিল্ডিং স্থাপনা কনস্ট্রাকশন প্রজেক্টে দীর্ঘদিন ধরে সিদ্দিক মিয়া নামে এক সাব কন্টাকটার এর অধীনে কাজ করছিলেন নারায়নগঞ্জের নির্মাণ শ্রমিক আওলাদ হোসেন। মাস শেষে সাব কন্টাকটার সিদ্দিক মিয়ার কাছে আওলাদ মিয়া তার পাওনা বেতন চাইলে সিদ্দিক তাকে মারধর করে বেতন না দিয়ে প্রজেক্ট থেকে বের করে দেন।
পরে আওলাদ মিয়া স্থানীয় বালাই থানা পুলিশের কাছে এবিষয়ে অভিযোগ দিয়ে একটি মামলা বা পুলিশ রিপোর্ট করেন। গতকাল মঙ্গলবার সেই পুলিশ রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ - মালয়েশিয়া কমিউনিটি প্রবাসী দূনিয়ার তদন্ত টিম কুয়ালালামপুরের পানতাই ডালাম প্রজেক্টে ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করতে যান। এসময় পানতাই ডালাম কনস্ট্রাকশন প্রজেক্টের সেফটি অফিসার, প্রজেক্ট ম্যানেজার কে এবিষয়টি অবহিত করা হয়। অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তদন্ত টিম কে আশ্বস্ত করেন।
এসময় ভোক্তভোগী নির্মাণ শ্রমিক আওলাদ হোসেন তদন্ত দলের সাথে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ১ মাস ৬ দিনের বেতন সাব কন্টাকটার সিদ্দিক মিয়ার কাছে চাইলে তাকে মারধর করে বেতন দিবে না বলে প্রজেক্ট থেকে বের করে দেন। ঘটনাস্থলে সরেজমিনে গেলে আরও অন্যন্যা শ্রমিক অভিযোগ করেছেন তারাও নিয়মিত বেতন পাচ্ছেন না।
এসময় তদন্ত টিমে উপস্থিত ছিলেন, প্রবাসী দুনিয়া এনজিও টিমের মালয়েশিয়ান কর্মকর্তা মোহাম্মদ এডি নাতা বিন জিনিল, নাজরি বিন গাইরুমান ও এনচে আকবর। আরও উপস্থিত ছিলেন প্রবাসী দুনিয়ার কর্মকর্তা দাতু মঈন খান, লাবনী আক্তার এনজেল, মো. খাদিউজ্জামান ঝন্টু, সাজ্জাদ হোসেন পলাশ, জাফর খান ও রাসেল খান।
এনজিও সংস্থা প্রবাসী দূনিয়ার বৈধ আইনী সহায়তা পেতে বাংলাদেশী প্রবাসীরা সদস্য হতে চাইলে নিম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছেঃ- মো. সাজ্জাদ হোসেন - +601111313708, মহিন খান +60 17-652 5355, লাবনি আক্তার +60 17-896 9952।
আরএস