মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৪ অভিবাসী আটক

আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৭:৩৬ পিএম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৪ অভিবাসী আটক

বাংলাদেশিসহ ৬৪ অভিবাসীকে  আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সোমবার (৩ জানুয়ারি) মধ্য রাতে জালান কেপং-এর জালান মেট্রো পেরদানা তৈমুর ২-এর একটি তিন তলা আবাসিক বাড়িতে অপ সাপু নামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানিয়েছেন, দুই ঘণ্টারও বেশি সময়ের অভিযানে মোট ১৩৬ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ১০ জন মহিলা সহ ৬৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে মিয়ানমারের ৫৬, তিনজন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। আটকদের নেই কোনো বৈধ কাগজপত্র।

আরএস