মালয়েশিয়ায় নেপালি নাগরিককে হত্যার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে

আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৪৪ পিএম
মালয়েশিয়ায় নেপালি নাগরিককে হত্যার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে

মালয়েশিয়ার জোহর রাজ্যে শ্রী গাডিং শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানার হোস্টেলে বাংলাদেশি সহকর্মীর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক নেপালি শ্রমিক।

এ সময় ঐ নেপালী নাগরিক মদ পান করে মাতাল ছিল।

মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  

দেশটির গণমাধ্যম জানায়, ভুক্তভোগী নেপালি শ্রমিকটি মদ্যপ অবস্থায় হোস্টেলে ফেরার পর অভিযুক্ত বাংলাদেশি সহকর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিহত ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তির দিকে একটি সাইকেল ছুড়ে মারেন। এরপর শুরু হয় হাতাহাতি, যেখানে অন্য কর্মীরাও জড়িয়ে পড়েন।  

সূত্র জানায়, সংঘর্ষের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সন্দেহভাজন ব্যক্তি ছুরি নিয়ে নিহত ব্যক্তির পিঠ, পেট ও কোমরে তিনবার আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নেপালি নাগরিকের।  

বাতু পাহাত জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার শাহরুলআনুয়ার মুশাদ্দাত আবদুল্লাহ সানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

এ ঘটনার পর পুলিশ পাঁচজনকে আটক করেছে, যার মধ্যে মূল সন্দেহভাজনের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে তদন্ত চলছে।

ইএইচ