মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশি গ্রেপ্তার

আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:৪৪ পিএম
মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

রোববার অপ্স সাপু নামে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭৭ বাংলাদেশিসহ মোট ১০৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) এর পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস সোমবার এক বিবৃতিতে জানান, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর জেআইএমের সুলতান ইস্কান্দার ভবনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

"বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউস বন্দোবস্তে বসবাসকারী বিদেশীদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে চালিত অভিযানে মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করে তাদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ৭ জন ইন্দোনেশিয়ান মহিলা, ২ জন মায়ানমারের পুরুষ, ২ জন পাকিস্তানি পুরুষ এবং ১ জন ভারতীয় পুরুষসহ মোট ১০৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

পরিচালক আরও জানান, ইমিগ্রেশন আইনের অধীনে অতিরিক্ত সময় ধরে থাকার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আরও তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের জন্য পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

ইএইচ