খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় বিএনপির ইফতার

আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১২:৩৬ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় বিএনপির ইফতার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির কামনায় মালয়েশিয়া কেলাং মহানগর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় কেলাংয়ের ডীন রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

কেলাং মহানগর বিএনপি শাখার সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন কেলাং এর সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ফারুক।

প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালতা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি ড. এসএম রহমান তনু, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও কাজী সালাউদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন- কেলাং মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. দ্বীন ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসমাইল মজুমদার, বিএনপির নেতা আনোয়ার পারভেজ ও ইঞ্জিনিয়ার শাহজালাল, কেলাং বিএনপির সহ সভাপতি মো. ফারুক, পান্ডামারা শাখার সভাপতি মো. মনির, স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ এলাহী, কেলাং শাখার সহ সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, দপ্তর সম্পাদক মো. মাসুদ, কেলাং মেরু শাখার সভাপতি মো. হালিম, ভান্ডার সুবাং বিএনপির জামাল আব্দুল্লাহসহ শতাধিক প্রবাসী।

ইফতারের পূর্বে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন মো. ইসমাইল মজুমদার।

ইএইচ