গত রোববার ওমর সানী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি, গত চার মাস ধরে জায়েদ খান তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করছেন। এ নিয়ে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানান তিনি।
এদিকে মৌসুমী বলছেন ভিন্ন কথা। ওমর সানীর অভিযোগ ভিত্তিহীন দাবি করছেন তিনি।
এ নিয়ে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি; আমাকে ও যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ও এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, এমন কিছুই আমি দেখিনি। তারপরও বলব, ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘কেন এ প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে... জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। ’
ওমর সানী প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের... যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি, সেই ওমর সানী ভাই কেন এতো আনন্দ পাচ্ছেন— সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি। ’
সবশেষে তিনি দাবি করেন, ওমর সানী একতরফা বলেছেন। কিন্তু তিনি অভিযোগ করছেন কি-না, এটা সবার জানা বেশি জরুরি।
লাইভে যা বললেন ওমর সানী : ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করার পাশাপাশি সংসার ভাঙার চক্রান্ত করছেন জায়েদ খান— এমন অভিযোগ তুলেছেন ওমর সানী। এ নিয়ে ওমর সানী-জায়েদ খানের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন মৌসুমী। এর ঠিক পরেই ফেসবুক লাইভে আসেন ওমর সানী। সানী লাইভে জানান, আমি যে কথাগুলো বলেছি, সেই জায়গায় এখনো অটল আছি। এ জায়গায় একটু কথা না বললেই নয়! আমরা সংসারের প্রতি এখনো অনেক শ্রদ্ধাশীল, আমার স্ত্রীকেও অনেক শ্রদ্ধা ও সম্মান জানাই। আজ পর্যন্ত তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলিনি। আর সামনে বলতেও চাই না। আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে মৌসুমীকে ডিস্টার্ব করেছে। ফারদিন বলুক আর ফাইজা বলুক তাদের মায়ের সম্পর্কে। উল্লেখ্য, ফারদিন এবং ফাইজা সানী-মৌসুমী দম্পতির সন্তান। অডিও বার্তায় মৌসুমী জায়েদ খানকে ‘ভালো ছেলে’ উল্লেখ করে দোষ চাপিয়েছেন উল্টো সানীর ঘাড়েই। এরপরই ভিডিও বার্তায় মন্তব্য করেন ওমর সানী।
আমি বারবার পরিস্থিতির শিকার : জায়েদ খান
জায়েদ খান বলেন, ‘আপা (মৌসুমী) সব পরিষ্কার করে দিয়েছেন, আমি বারবার পরিস্থিতির শিকার হই।’‘ওমর সানি ভাইয়ের ওপর আমার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। উনি সিনিয়র মানুষ। আমি যে সঠিক ছিলাম, আজকে আপার বক্তব্যই তা প্রমাণ করে।’ জায়েদ খানই কেন বারবার সমালোচিত হচ্ছেন— এমন প্রশ্নে জায়েদ খানের উত্তর, ‘আল্লাহ ভালো বলতে পারবেন।’
গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানী জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এর আগে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেয়ার অভিযোগ ওঠে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।
১০ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েকজনের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের খবর, কয়েক দিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানী সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছেন।