শুক্রবার নিউ ইয়র্কে এক মঞ্চে বাংলার দুই তারকা

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ১০:৪৪ এএম
শুক্রবার নিউ ইয়র্কে এক মঞ্চে বাংলার দুই তারকা

চলচ্চিত্র ও ক্রিকেট অঙ্গনে শাকিব খান ও সাকিব আল হাসান দুজনেই দেশের ব্র্যান্ড! নিজেদের পেশার মাধ্যমে ভিন্ন অঙ্গনের দুই তারকা মুখ বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন।

এর আগে টিভি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও এক মঞ্চে দেখেনি দর্শকরা। এবার সেই অপেক্ষার পালাও শেষ হচ্ছে। প্রথমবারের মতো এক মঞ্চে হাজির হচ্ছেন তারা। এই দুই তারকাকে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে।

শুক্রবার (২৯ জুলাই) নিউ ইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এই দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে আয়োজন।

টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার যা বাংলাদেশি টাকায় ২০ হাজার টাকা। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক।

আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। 

যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন। ’


আমারসংবাদ/টিএইচ