কর ফাঁকির অভিযোগে আইনি জটিলতায় পড়ে আছেন শাকিরা। হলিউডের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১১৫ কোটি টাকারও বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ করা হয়েছে কলোম্বিয়ান এই পপ তারকার বিরুদ্ধে।
এ অভিযোগ প্রমাণিত হলে শাকিরার আট বছরের জেল হতে পারে। পাশাপাশি ২.৩৫ কোটি ডলারেরও বেশি জরিমানা হতে পারে।
বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ২০১১ সাল থেকে স্পেনে বসবাস শুরু করেন শাকিরা। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্পেনের নাগরিক ছিলেন শাকিরা। সেই সময়ে ১২১ কোটিরও বেশি টাকার কর বাকি দেখানো হয়েছিল।
যদিও বিষয়টি নিয়ে শাকিরা জানান, কর ফাঁকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে অকারণে ফাঁসানো হয়েছে।এক প্রতিবেদন অনুসারে, এর আগেও আয়কর দফতর থেকে মিটমাট করে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন শাকিরা।
২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ১২১ কোটিরও বেশি কর বাকি দেখানো হয়েছিল। স্পেনের গায়িকা জানিয়েছিলেন, তিনি সেই সময় দেশে ছিলেনই না! তাই কর দেওয়ার প্রশ্নও ওঠে না। বিষয়টি নিয়ে প্রয়োজনে মামলা লড়ব।`
কয়েক মাস আগেই বিচ্ছেদ ঘোষণা করেন জেরার্ড পিকে ও শাকিরা। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদ ঘোষণার পরই শাকিরার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে।
টিএইচ