অগ্নিদগ্ধ হয়ে প্রায় একমাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন কৌতুক অভিনেতা ও উপস্থাপক আবু হেনা রনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত হন তিনি।
সম্প্রতি তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা দেন এই তারকা। ক্যাপশনে লেখেন, ‘অগ্নিপরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ। ’
ভিডিও বার্তায় রনি বলেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের বিশেষ দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক সুস্থ হয়ে গেছি। এ দীর্ঘ সময়টুকুতে আমার গভীর উপলব্ধি এই, এতে প্রাপ্তিও কম না। আপনারা যে আমাকে এত ভালোবাসেন সেটি বুকের গভীর থেকে উপলব্ধি করতে পেরেছি। ’
রনি বলেন, ‘আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। তারপর আমি ধন্যবাদ দিতে চাই ডাক্তারদের। ডাক্তার সামন্ত লাল সেন এবং অন্য ডাক্তাররা কতটা মানবিক দায়িত্ব পালন করেছেন। সবাই যত্ন নিয়েছেন। ’
রনি আরো বলেন, ‘আমি যখন এইচডিইউতে ছিলাম তখন আমার মতো ২০ জন আমরা এক রুমে ছিলাম। শুধু আমি নই। এ বিশেষ রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য রোগীদের আলাদা জায়গায় রাখা হয় এবং সবার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। ’
গাজীপুর পুলিশের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সাবেক ও বর্তমান আইজিপি স্যার দেখতে এসেছেন আমাকে। তাদের প্রতি কৃতজ্ঞ। বেনজীর আহমেদ স্যারের স্ত্রী দেখতে এসেছেন আমাকে। সেটা আমার জন্য আরো বড় প্রাপ্তি। ’