বিদেশি ছবি আনতে বাধা নেই; চলচ্চিত্রের ১৯ সংগঠন একমত

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৭:৪৫ পিএম
বিদেশি ছবি আনতে বাধা নেই; চলচ্চিত্রের ১৯ সংগঠন একমত

দেশে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চলচ্চিত্রের ১৯টি সংগঠনের নেতারা এফডিসির পরিচালক সমিতিতে বৈঠকে বসেছিলেন। এ বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, নায়ক আলমগীর, শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, পরিচালক শাহ আলম কিরণ, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু প্রমুখ।

এ প্রসঙ্গে শাহ আলম কিরণ গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে আমরা হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে প্রাথমিকভাবে একমত পোষণ করেছি। তবে এখনো অনেকের স্বাক্ষর বাকি রয়েছে। সেগুলো হলেই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারবো বলে মনে করছি।’

অন্যদিকে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের নেতারা হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে মোটামুটি একমত হয়েছেন। আমরা দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে সাফটা চুক্তির মাধ্যমে হিন্দি সিনেমা বা বিদেশি সিনেমা আমদানি করে চালানোর পক্ষে একমত হয়েছি। এটি কতটা ফলপ্রসূ হয় তা দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

খোরশেদ আলম খসরু আরও জানান, তারা সিদ্ধান্ত নিলেই তা কার্যকর হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। এরপর আমদানি হবে। সব মিলিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না।’

এরআগে বিদেশি ছবির আমদানি ঠেকাতে দেশের শীর্ষ নায়ক শাকিব খানসহ একাধিক নায়ক-নায়িকারা এফডিসিতে মাথায় সাদা কাপড় মাথায় লাগিয়ে মিছিল করতে দেখা গেছে।