মৃণাল রূপে প্রশংসিত চঞ্চল

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৫:৩০ পিএম
মৃণাল রূপে প্রশংসিত চঞ্চল

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মাণ করছেন তার বায়োপিক। এ বায়োপিক সিনেমার নাম ‘পদাতিক’। সেই বায়োপিকে মৃণালের চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

চলতি বছর শুরুর দিকে প্রকাশ করা হয়েছিল সিনেমাটিতে মৃণালের চরিত্রে চঞ্চলের লুক। যা দেখে অবাক হন নেটিজেনরা। এবার শুটিং সেটে থেকে মৃণালের লুকে আরও কিছু ছবি প্রকাশ পেয়েছে চঞ্চলের। যা দেখে অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগী এবং তার সহকর্মী বন্ধুরা।

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মাণ করছেন তার বায়োপিক। এ বায়োপিক সিনেমার নাম ‘পদাতিক’। সেই বায়োপিকে মৃণালের চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

চলতি বছর শুরুর দিকে প্রকাশ করা হয়েছিল সিনেমাটিতে মৃণালের চরিত্রে চঞ্চলের লুক। যা দেখে অবাক হন নেটিজেনরা। এবার শুটিং সেটে থেকে মৃণালের লুকে আরও কিছু ছবি প্রকাশ পেয়েছে চঞ্চলের। যা দেখে অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগী এবং তার সহকর্মী বন্ধুরা।

চঞ্চলের সেই ছবিগুলো পোস্ট করে চিত্রনায়িকা নূতন লেখেন, ‘পারফেকশনিস্ট। তোমাকে ভালোবাসি। তোমার ভক্ত।’ এরপর হার্ট ইমো দিয়ে লেখেন, ‘আমাদের চঞ্চল চৌধুরী।’

উল্লেখ্য, চলতি বছর বিশাল আয়োজনে পালন করা হবে মৃণাল সেনের জন্মশতবর্ষ। এরই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে ‘পদাতিক’। সেক্ষেত্রে একটি নয়, পশ্চিম বাংলার আরও দুজন জনপ্রিয় পরিচালক মৃণালকে নিয়ে দুটি সিনেমা নির্মাণ করছেন। তারা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনোমর নাম ‘পালান’ এবং অঞ্জন দত্তের সিনেমার নাম ‘খারিজ’।