সিনেমা থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী। এক ইনস্টাগ্রাম পোস্টে মেলিসা লেখেন, ‘গাজায় গণহত্যা চলছে, গাজার মানুষকে জাতিগতভাবে নির্মূল করা হচ্ছে।’ এই পোস্টের জেরে তাঁকে ‘স্ক্রিম ৭’ সিনেমা থেকে বাদ দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ।
পরে স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইহুদি–বিদ্বেষ বা যেকোনো বিদ্বেষমূলক অবস্থান আমরা সহ্য করব না। গণহত্যা, জাতিগতভাবে নির্মূল নিয়ে ভুল তথ্য দিয়ে তিনি সীমা লঙ্ঘন করেছেন।’
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই আরেক ইনস্টাগ্রাম পোস্টে মেলিসা বারেরা লেখেন, ‘আমি ইহুদি–বিদ্বেষ ও ইসলামোফোবিয়ার নিন্দা জানাই। আমি যেকোনো গোষ্ঠীর প্রতি ঘৃণা প্রদর্শনের নিন্দা করি।’
এইচআর