এবার শিল্পী সমিতির নির্বাচন কমিশনার কে হচ্ছেন

বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৭:০৬ পিএম
এবার শিল্পী সমিতির নির্বাচন কমিশনার কে হচ্ছেন

নির্বাচন মানেই আলোচনা, উন্মাদনা ও প্রতিযোগিতা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আগ্রহ। এরই মধ্যে নতুন-পুরনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন।

আসন্ন নির্বাচন নিয়ে  বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকালে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং। সেখানেই চূড়ান্ত হবে এবার প্রধান নির্বাচন কমিশনার কে থাকবেন।

গত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পীরজাদা শহীদুল হারুন। তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ নিয়ে কম  আলোচনা ও সমালোচনা হয়নি। যদিও নিপুণের অভিযোগের ধোপ টেকেনি। তার পরও এবার প্রধান নির্বাচন কমিশনার থাকছেন না পীরজাদা হারুন।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কয়েকজনের নাম আলোচনায় আছে। তার মধ্যে আছেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম খসরুসহ আরও কয়েকজন।

গত মেয়াদের নির্বাচনে মোহাম্মদ হোসেন আপিল বিভাগের সদস্য ছিলেন। কেউ কেউ বলছেন, এবার তিনিই হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। আজ বিকাল পাঁচটায় জানা যাবে কে হচ্ছেন আগামী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। এর আগে এ নিয়ে আগাম কেউ কথা বলতে নারাজ।

এদিকে চলতি মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তাকে নিষিদ্ধ করে চলচ্চিত্রের ১৭টি সংগঠন।

তারা জানায়, পীরজাদা হারুনকে চলচ্চিত্রের কোনো কাজে রাখা হবে না। পাশাপাশি এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ দাবি করেন সংগঠনের নেতারা। তবে ১৭ সংগঠনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপিয়ে কাজ করছেন পীরজাদা হারুন। এফডিসির এমডিও দায়িত্ব সামলাচ্ছেন।

/বিউ