ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৬:১০ পিএম
ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবিনা ইয়াসমিন

ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চলছে তাঁর চিকিৎসা।

তাঁর মেয়ে বাঁধনের পক্ষ থেকে জানা যায়, তিনি ওরাল ক্যান্সারের শিকার হয়েছেন। ইতিমধ্যে একটি সার্জারি করা হয়েছে তাঁর। দ্রুতই দেওয়া হবে রেডিওথেরাপি। এরপরই চিকিৎসকরা আপডেট বলতে পারবেন। তবে কবে থেকে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন সাবিনা, তা জানাতে চাননি তাঁর মেয়ে বাঁধন।

প্রসঙ্গত, ১৬ বছর আগে ২০০৭ সালে আরো একবার দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি এই সংগীতশিল্পী। তারপর সবার সহযোগিতায় ক্যানসার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন। 

এরপর পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তার সমকক্ষ হয়ে কেউ এত লম্বা সময় আধিপত্য বজায় রাখতে পারেননি।

বিআরইউ