দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০৮:০৮ পিএম
দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর কনসার্ট করতে বাংলাদেশে আসছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক নিজেই এমনটি জানিয়েছেন।

আতিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্থির ছবি দিয়ে ভিডিও শেয়ার করেন। আরাবিয়ান মিউজিকের সঙ্গে আতিফের একটি ছবি শেয়ার করে লিখা হয়, ‘বাংলাদেশ লেটস ভাইব টুগেদার সুন।’ এরপর মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে পাকিস্তানি এই শিল্পী কবে বাংলাদেশে আসছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে মাসখানেক আগে আতিফ আসলামের বাংলাদেশে আসর গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় স্টার বক্স এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান জানায়- ২০২৪ সালে কনসার্ট করতে বাংলাদেশে আসবেন আতিফ আসলাম। কিন্তু পরবর্তীতে তার আর আসা হয়নি।

এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছেন সংগীতের জনপ্রিয় এই তারকা। ২০২৪ সালের বিপিএলেও আতিফকে আনার চেষ্টা করেছিল আয়োজকরা। তবে শিডিউল ব্যস্ততার কারণে তার আসা হয়নি। অবশেষে বাংলাদেশে আসছেন তিনি।

আরএস