বাবা হারিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী।
রোববার রাত আড়াইটার দিকে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বাবার নাম সিরাজ উদ্দিন চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।
রাফীর বাবার মৃত্যুর বিষয়টি একাধিক অভিনেতা-অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।
রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ইএইচ