লোক গানের খ্যাতিমান কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারী৷ দু’জনেরই গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে।
‘তোর জ্বালার মালা’ শিরোনামে গানের মাধ্যমে একসঙ্গে কাজ করার সুযোগ হলো তাদের।
সাইফুল বারীর গীতিকথায় আবু বকর সিদ্দিকের গাওয়া এ গানটির সুরারোপ করেছেন ফকির হযরত শাহ ও সংগীত আয়োজন করেছেন কণ্ঠশিল্পী নিজেই।
আবু বকর সিদ্দিক মিউজিক মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন গীতিকার সাইফুল বারী।
তিনি বলেন, গুণী মানুষের সঙ্গে কাজ করতে পারা এটা পরম পাওয়া। এটি একটি ইতিহাস বটেও। এ ইতিহাসের যাত্রী হতে পেরে খুবই আনন্দ লাগছে। আশা করছি, সবার কাছে ভালো লাগবে।
গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক বলেন, গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আশাকরি, ভক্ত শ্রোতাদেরও ভালো লাগবে।
তিনি আরও বলেন, সাইফুল বারীর লেখার মান ভালো। ওর জন্য শুভ কামনা রইল।
ইএইচ