থালাপতি বিজয় কি ইসলাম গ্রহণ করেছেন

বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৫:৪৫ পিএম
থালাপতি বিজয় কি ইসলাম গ্রহণ করেছেন

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। তিনি শোবিজকে বিদায় জানিয়ে নাম লিখিয়েছেন রাজনীতিতে। বাস্তব জগতে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। সেই ভাবনা থেকেই গঠন করেছেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে রাজনৈতিক দল। গেল শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ে বিজয়ের সেই দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়।

এ আয়োজনে প্রায় ৩,০০০-এর মতো লোককে ইফতার করানো হয়। এছাড়া ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে ইসলামি পোশাকে হাজির হন অভিনেতা। সাদা পোশাকের সঙ্গে পরেন টুপিও। মোনাজাতেও অংশ নিতে দেখা যায় তাকে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন কিছু ছবি ও ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

সেসবের সূত্রে ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার করে নামাজেও অংশ নেন। এসব দেখে খবর ছড়িয়েছে, থালাপাতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

তবে যাচাই-বাছাই সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবি সত্য নয়। মূলত সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া সব দাবি মিথ্যা ও গুজব। বিশ্বস্ত কোনো সূত্র থালাপাতি বিজয়ের ধর্ম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেনি।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল, সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)সহ ভারতের একাধিক সংবাদমাধ্যমে এই ইফতার পার্টি নিয়ে সংবাদ প্রকাশ হলেও কোথাও থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে রাজনৈতিক উদ্দেশ্যে বিজয় থালাপতি রমজানকে টার্গেট করে এমন প্রচারণা চালাচ্ছেন দাবি করে অনেকে সমালোচনা করেছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করছেন দক্ষিণী এই তারকা।

আরএস