সবচেয়ে ভয়াবহ দাবদাহের কবলে জাপান। বলা হচ্ছে, গত দেড়শ’ বছরের মধ্যে এমন দাবদাহে পড়েনি জাপান। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, দাবদাহের সাথে সাথে বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। তাই সাধারণ জনগণকে যতোটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান কর্তৃপক্ষের।
তবে হিটস্ট্রোক বা গরমজনিত অসুস্থতা এড়াতে জাপানিদের এয়ারকন্ডিশ (এসি) ব্যবহারের পরামর্শ দিয়েছে জাপান সরকার। কারণ গত কয়েক দিনে দেশটি দাবদাহজনিত কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও ভয়াবহ রূপ নিতে পারে এই দাবদাহ।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বের নানা দেশে দাবদাহ এমন ভয়াবহ রূপ নিয়েছে।
গেল পাঁচ দিন ধরে জাপানের রাজধানী টোকিওর তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপরে অবস্থান করছে। ১৮৭৫ সালের পর জুন মাসে এবারই প্রথম এমন তাপমাত্রার কবলে জাপান।
উত্তারাঞ্চলীয় শহর ইসেসাকিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। যা জুন মাসে জাপানের সর্বকালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
আমারসংবাদ/এবি