চীনকে নিয়ে জেলেনস্কির মন্তব্য

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ০৬:০২ পিএম
চীনকে নিয়ে জেলেনস্কির মন্তব্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন না করেন।

তিনি বলেছেন, বর্তমানে চীন নিরপেক্ষ আছে। আর চীনের ‘অন্তত নিরপেক্ষ’ থাকার বিষয়টিই আপাতত ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার ২১টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি বলেন, এখন পর্যন্ত, চীন ভারসাম্য বজায় রাখছে, সত্যি বলতে তারা এখন নিরপেক্ষ আছে। রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার চেয়ে তাদের ভারসাম্য বজায় রাখার বিষয়টিই ভালো।

তিনি আরও বলেন, চীন রাশিয়াকে সমর্থন করবে না এটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে চীন এখন পর্যন্ত রাশিয়ার সমালোচনা করতে অপরাগতা প্রকাশ করেছে। এমনকি ইউক্রেনে রাশিয়ার হামলাকে তারা হামলা বলতেও অস্বীকৃতি জানিয়েছে।

কিন্তু রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর সমালোচনা করেছে চীন। এবং বর্তমান দ্বন্দ্ব যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘উস্কানির’ কারণে শুরু হয়েছে বলেও মন্তব্য করে থাকে তারা। 
সূত্র: আল জাজিরা


আমারসংবাদ/টিএইচ