পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত।
ন্যাটোর মহাসচিব বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি।’
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন স্টলটেনবার্গ। নরওয়েতে দেওয়া এক ভাষণে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভাষণে স্টলটেনবার্গ বলেন, ‘এমন আগ্রাসী নীতির সফল না হওয়া আমাদের স্বার্থের পক্ষে যায়।’
ন্যাটোর মহাসচিব আরও বলেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি জর্জিয়া, মলদোভা কিংবা ইউক্রেনের মতো ন্যাটোভুক্ত দেশে এমন কিছু করার কথা ভাবেন, তাহলে ন্যাটোর সব সদস্য অবিলম্বে তাতে জড়িত হবে।’
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলমান থাকা অবস্থায় ন্যাটো জোট তাদের ঐতিহাসিক সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার মার্কিন সিনেট ও ইতালির পার্লামেন্ট ফিনল্যান্ড ও সুইডেনের ৩০ দেশের জোটে যোগদানের বিষয়টি অনুমোদন করেছে। দেশ দুটির জোটে যোগ দিতে ৩০ সদস্য রাষ্ট্রের অনুমোদন লাগবে।
ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের বিরোধিতা করে আসছে রাশিয়া।
গত মাসে ন্যাটোতে যোগদানের প্রটোকল স্বাক্ষর করে। এতে পারমাণবিক শক্তিধর জোটে যোগদানের পথ উন্মুক্ত হয় সুইডেন ও ফিনল্যান্ডে। তবে, জোটের সব সদস্য রাষ্ট্রের অনুস্বাক্ষর পেতে বছর খানেক সময় লাগতে পারে।
ইএফ