আগাম নির্বাচনে আগ্রহী ইরাকের রাজনীতিকরা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ১২:৪১ পিএম
আগাম নির্বাচনে আগ্রহী ইরাকের রাজনীতিকরা

সংকট নিরসনে আগাম নির্বাচন আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে ইরাকের রাজনীতিকরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) এক বৈঠকে বিভিন্ন অংশের নেতারা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছান।

বৈঠকে সভাপতিত্ব করেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমি। এতে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট বারহাম সালিহ, জাতিসংঘের প্রতিনিধি জেনিন হেনিস প্লাসচার্ট ও ইরান সমর্থিত রাজনৈতিক ব্লকের প্রতিনিধিবৃন্দ।

আলোচনায় তারা মত-পার্থক্য দূর করে আগাম নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি প্রায়োগিক কমিটি গঠনের বিষয়ে একমত হন। তবে বৈঠকে প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের কোনো প্রতিনিধি অংশ নেয়নি। যদিও এই শিয়া নেতা ও তার সমর্থকদের মূল দাবি- সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন আয়োজন করা।  

গত অক্টোবরে ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ইরানপন্থী রাজনৈতিক দল কিংবা প্রসিদ্ধ শিয়া নেতা আল সদর সরকার গঠন করতে সমর্থ হয়নি। যার জেরে দেশটিতে সংকট বিরাজ করছে। সর্বশেষ গত সপ্তাহে আল সদর রাজনীতি থেকে অবসর গ্রহণের ঘোষণা দেন। এর জেরে ইরানপন্থিদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়।

এবি