ডলারের ব্যবহার বাদে গ্যাস বাণিজ্যের ঘোষণা চীন-রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০৫:৫৮ পিএম
ডলারের ব্যবহার বাদে গ্যাস বাণিজ্যের ঘোষণা চীন-রাশিয়ার

রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জানিয়েছে, ডলারের বদলে ইউয়ান এবং রুবল ব্যবহার করে গ্যাস আমদানি-রপ্তানি করতে চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে তারা। খবর রয়টার্সের।

গ্যাজপ্রমের সিইইউ অ্যালেক্সি মিলার বলেছেন, রাশিয়ার রুবল ও চীনের ইউয়ান ব্যবহার করা গ্যাজপ্রম এবং চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশন দুই পক্ষের জন্যই ‘লাভজনক’ হবে।

তিনি আরও বলেছেন, ডলার বাদে লেনদেন করার ক্ষেত্রে অন্য কোম্পানিগুলোর কাছে এটি একটি উদাহরণ হয়ে থাকবে।

এদিকে ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে পশ্চিমা দেশগুলোর। তারা রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে এখন নিজেদের পশ্চিমা প্রভাবমুক্ত করতে চাচ্ছে রাশিয়া। তাদের সঙ্গে এক্ষেত্রে যোগ দিয়েছে চীনও। সূত্র: রয়টার্স

 

টিএইচ