উজবেকিস্তানে পুতিন-মোদির বৈঠক কাল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৫:৫৬ পিএম
উজবেকিস্তানে পুতিন-মোদির বৈঠক কাল

উজবেকিস্তানে  সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনের শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা। 

সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে পৌঁছেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  রুশ প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোদি-পুতিন বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দিষ্টভাবে কিছু বলা না হলেও মঙ্গলবার গভীর রাতে ক্রেমলিন সূত্রের বরাতে দুই নেতার বৈঠকের খবর জানিয়েছে রয়টার্স। তাতে বলা হয়েছে, খাদ্য, সারসহ বাণিজ্য-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার কথা হবে।

ক্রেমলিন বলেছে, ভারতীয় বাজারে রাশিয়ার সারের সম্পৃক্তি এবং দ্বিপাক্ষিক খাদ্য সরবরাহ নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। 

কৌশলগত স্থিতিশীলতা, এশীয় প্রশান্ত অঞ্চলের পরিস্থিতি এবং জাতিসংঘ ও জি-২০ এর আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে তারা আলোচনা করতে পারেন। তবে পুতিনের সঙ্গে মোদির বৈঠকের ব্যাপারে এখনো কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনে রুশ অভিযানের ফলে মস্কোর কাছ থেকে তেল না কিনতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ রয়েছে নয়াদিল্লির ওপর। তার পরেও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনেই যাচ্ছে ভারত।

ভারত এর পক্ষে যুক্তি হিসেবে বলছে, এর চেয়ে কম দামে তেল তারা কোথাও পাচ্ছে না। বেশি দামে তেল কেনা তাদের পক্ষে সম্ভব না।

 

টিএইচ